ফরিদপুরে অপহরণকারী চক্রের নারীসহ ২ সদস্যকে আটক করেছে পুলিশ। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মো: পাপ্পু ওরফে সুমন কাজী ও মোছা: নিপা। এ সময় অপহৃত মো: কাউসার শেখকে (২৬) উদ্ধার করা হয়। অপহৃত কাউসার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের মো: ছত্তার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের আলিপুর আলীমুজ্জামান ব্রীজের উপর থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মো: কাউসার শেখ সাইকেল চালিয়ে যাবার সময় অপহরণকারীরা তাকে আটকায়। এ সময় অপহরণকারীরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে কাউসারের কাছে মাদকদ্রব্য আছে এমন কথা বলে চোখ বেঁধে ইজিবাইকে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাকে শহরের গোয়ালচামট এলাকার ১টি নির্জন বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর করে। তারপর কাউসার শেখের মোবাইল দিয়েই অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে বার বার ফোন দিতে থাকে।
এরপর কাউসারের অপহরণকারীদের শনিবার সকালে ৫০ হাজার টাকা দেওয়া হয়। অপহরণের ঘটনাটি পুলিশকে জানালে কোতয়ালী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় শহরের গোয়ালচামট এলাকার ১টি বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ সদস্য মো: পাপ্পু ওরফে সুমন কাজী ও মোছা: নিপাকে আটক করেন। সে সময় ওই বাড়ি থেকে অপহৃত মো: কাউসার শেখকে উদ্ধার করা হয়। আসামীদের কাছে থাকা বাদীর নিকট হতে বিকাশে নেওয়া টাকা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত সুমন কাজীর বিরুদ্ধে কোতয়ালী ও নগরকান্দা থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
ফরিদপুরে অপহরণকারী চক্রের সদস্যদের আটকের বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসানুজ্জামান বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশের ১টি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ জনকে ২৪ ঘন্টার মধ্যে মধ্যে আটক করে। সেই সাথে অপহৃত কাউসার শেখকেও উদ্ধার করা হয়। অপহরণের সাথে জড়িত থাকা আরেক ব্যক্তিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।