ফরিদপুরে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। সালথা উপজেলায় ৩টি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকায় ৬ জনকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার মো: মের্শেদ আলম বিষয়টি নিশ্চিত করেছন
আটককৃতরা হলেন-(৪৬), মো: মিজানুর রহমান মাতুব্বর (৫০), শেখ ওরফে বাবুলকে (৩৫), মো: ইয়াদ আলী (৪৬, মো: সাকিবুল শেখ (২০), মো: নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বর (২২)
ফরিদপুরে ডাকাত চক্রের ৬ সদস্য আটক এর বিষয়ে পুলিশ সুপার মো: মোর্শেদ আলম বলেন, গত (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সালথা উপজেলার বিভিন্ন বাড়ি থেকে ডাকাতের দলটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির ঘটনায় ৯জন ডাকাত জড়িত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, রামদা, শাবল, ছুরি, টিন কার্টার ও এক জোড়া কানের দুল এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। জড়িত অপর ডাকাতদের দ্রুত আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ।