বগুড়ায় হরতালের সমর্থনে হাতবোমা বিস্ফোরণ ও মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় এই মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে ডাকা বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দল, জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ আরও অনেকে এই মশাল মিছিলে অংশ নেন। এ মশাল মিছিলের সময় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরবর্তীতে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এসে মশাল ফেলে ঘটনাস্থল থেকে চলে যান।
সেদিন একই সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে থাকা ২ দুর্বৃত্ত বগুড়া শহরের বড়গোলা মোড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। শহরের সাতমাথার দিক থেকে এসে ২টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বগুড়ায় হরতালের সমর্থনে হাতবোমা বিস্ফোরণের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বড়গোলা মোড়ে মোটরসাইকেলে থাকা ২ দুর্বৃত্ত হটাৎ হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।