বগুড়ার কাহালুতে অপহৃত যুবককে উদ্ধার এবং এ ঘটনার দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাতে কাহালু থানা পুলিশ উপজেলার মুরইল ইউনিয়নের সান্তাহার পোড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত মো: আমিনুল ইসলামকে (৩৬) উদ্ধার ও মামলার ৩ জন আসামিকে আটক করে।
এসময় অপহরণকারীদের কাছে থেকে লোহার এঙ্গেল, ১টি ছোরা, ২টি কাঠের লাঠি, লোহার প্লাস, ৪টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন, স্বাক্ষর করা ব্যাংকের ৬টি ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প উদ্ধার করা করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার মুরইল গ্রামের আবু সাঈদের ছেলে মুরইল ইউপি সদস্য সিহাব উদ্দিন শেখ (৩৫), একই উপজেলার সান্তাহার পোড়া পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক (১৯) ও মুরইল গ্রামের নাছির উদ্দিন শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (৫০)।
জানা গেছে, ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে তার স্বামী মো: আমিনুল ইসলামকে গত (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে কিছু দুর্বৃত্তরা কাহালু পৌর এলাকার সারাই বাজার থেকে অপহরণ করে নিয়ে যায়। আমিনুল ইসলাম এসময় কাহালু হতে বাড়ি যাচ্ছিলেস। এ ঘটনায় কাহালু থানায় আটককৃত ৩ জনসহ ৯ জনের নাম উল্লেখ করে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এই মামলায় পুলিশের তৎপরতায় অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ভিক্টিমকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের আটক করতে সক্ষম হয় পুলিশ।