বগুড়ার গাবতলীতে অপহরণের ১২ ঘন্টা পর অপহৃত যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে গাবতলী থানা পুলিশ। অপহৃত যুবক গাবতলী উপজেলার মো: ফুটু মিয়ার ছেলে স্বপন (২৭)। তিনি পেশায় একজন রডমিস্ত্রি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে গাবতলী পৌরশহরের গোড়দহ পশ্চিম পাড়া এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে মুখে গামছা বেঁধে একদল অপহরণকারী তাকে অপহরণ করে নিয়ে যায়।
এর পর অপহরণকারীরা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করলে অপহৃত যুবকের বাবা ফুটু মিয়া বিষয়টি গাবতলী থানা পুলিশকে অবহিত করেন। এর পর ওই রাতেই অভিযান চালিয়ে অপহৃত যুবক স্বপনকে উদ্ধার করে অপহরণকারী দলের প্রধান মো: রেজাউল (৪৫), কে গ্রেফতার করতে সক্ষম হয় গাবতলী থানা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল পুলিশের কাছে টাকার জন্য অপহরণের কথা স্বীকার করেছেন। শনিবার দুপুরে বগুড়া জেলা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় গাবতলী থানায় ৭ জন ও অজ্ঞাতদের নামে হওয়া মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।