বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার আটক করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাইকারপাড়া ও গোলাবাড়ী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, গাবতলী উপজেলার পাইকারপাড়া এলাকার মো: সাদ্দাম পাইকারের ছেলে মো: এ.সি আরাফাত (২৮), রানীরপাড়ার মো: সামাদ মন্ডলের ছেলে মো: রায়হান আলী (২৩), মো: আলীর ছেলে মো: বনিজ মন্ডল ওরফে সাচ্চু (৩০) ও মৃত আব্দুর রশিদ মন্ডলের ছেলে মো: আতিকুর হাসান ওরফে শিবন (৩০)।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় গাবতলী উপজেলায় পৃথক স্থানে পুলিশ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার জন মাদক কারবারীকে আটক করে। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে পাইকারপাড়া এলাকার থেকে ৮০ পির ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারাবারিকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
বগুড়ার গাবতলীতে ৪ মাদক কারবারিকে আটকের বিষয়ে গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রাশেদুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।