বগুড়ার ধুনটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী মো: খোরশেদ আলম সেখ (৫০) ও তার সহযোগী মো: শফিকুল ইসলামকে (৫৫) আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পলেথিনে মোড়ানো বাগে সাড়ে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, মো: খোরশেদ আলম বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাহদহ এলাকার চাঁন মিয়ার ছেলে এবং মো: শফিকুল ইসলাম জালশুকা এলাকার মো: আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, খোরশেদ আলম এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে খোরশেদ আলম ও তার সহযোগী শফিকুল ইসলাম শাকদহ গ্রামের নিজ বাড়িতে বসে গাঁজা বিক্রি করতে থাকে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলমের নেতৃত্বে অন্যান্য সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।