বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে মো: ফারাজ আলী (২৫) খুন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহত মো: ফারাজ আলী উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের মো: সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারাজের সঙ্গে তার মা রোজিনা বেগম ও বাবা সোহরাব হোসেনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বুধবার (২৪ জানুয়ারি) ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার আপন ছোট ভাই উজ্জল। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। এসময় ফারাজ তার মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এটা দেখে ক্ষিপ্ত হয়ে ফারাজের বাবা সোহরাব আলী
তার ছেলের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তবরত চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়ার শিবগঞ্জে বাবার হাতে ছেলে খুনের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, নিহত ফারাজের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই নিহর বাবা সোহরাব আলী পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।