বগুড়ার শেরপুরে ধুনটমোড় মহাসড়ক সংলগ্ন বিআরবি কেবলস এর বিক্রয় কেন্দ্র থেকে চুরি যাওয়া মালামাল, ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বড়গুনা সদর উপজেলার হারিদ্রাবাড়ীয়া এলাকার মো: ইউসুফ খানের ছেলে রিপন খান জাফর (২৬), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এলাকার মো: সামসুল হক চৌধুরীর ছেলে মো: আয়নাল চৌধুরী (৪৮), একই উপজেলার আড়িয়াল এলাকার মো: খালেক মোল্লার ছেলে মো: নিজাম মোল্লা (২৮), নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার নয়াবাড়ি এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে মো: শাহীন মোল্লা (৪৭)।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িতদের প্রধান রিপন খান জাফরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিপনকে সাথে নিয়ে অন্যান্যদের গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই সাঈফ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার সন্ধার পরে শেরপুর থানা চত্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আকতার এসব তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রিপন খানের বিরুদ্ধে খুন ডাকাতি সহ সাতটি মামলা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা। মামলার তদন্ত কর্মকর্তা সাঈফ আহমেদ সহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যগণ।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট ভোর রাতে বগুড়ার শেরপুর শহরের ধুনট মোড়ে বিআরবি কেবলস্ শো-রুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শো-রুমের তালা ভেঙ্গে বৈদ্যুতিক তারসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে গাড়ী যোগে নিয়ে যায়। এতে প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।