বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৩০ টাকা ও ২ সেট তাস জব্দ করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নে সাগরপুর গ্রামে একটি হাঁস-মুরগির খামারের ভিতরে জুয়া খেলার আসরে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে থানায় এনে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের মো: ইসমাইল (৫০), মো: ইয়াছিন (৩০), আবদুল হান্নান (৩৮), সাগরপুর গ্রামের সোহেল রানা (২৬), রুবেল প্রামানিক (৩৫), রাজকুমার (৩৫), মো: বাদশা (৫৫) ও মির্জাপুর পুরাতন হাটখোলার মো: আশরাফুল ইসলাম (২৫)।
বগুড়ার শেরপুরে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেপ্তারের বিষয়ে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, বেশ কিছুদিন ধরে গোপনে ওই খামারের ভিতরে জুয়া খেলা চলতো।
গোপন সংবাদ পেয়ে রবিবার সন্ধ্যার দিকে সাগরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে গ্রেপ্তার হয়। আটককৃত প্রত্যেককে জুয়া আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।