বাগেরহাটের শরণখোলায় মৃত গরু জবাই করে বিক্রি করার ঘটনায় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার সদর রায়েন্দা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ২ ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। তবে এঘটনায় জড়িত মাংস বিক্রেতা প্রধান কসাই হালিম পালিয়ে গেছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম বলেন, মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার সদর রায়েন্দা পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট এলাকায় অভিযানে গেলে কসাই ও তার সহযোগীরা মাংস ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখান থেকে ২ ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়।
বাগেরহাটের শরণখোলায় মৃত গরুর মাংসসহ তিনজনকে আটকের বিষয়ে তিনি জানান, পরে উত্তর কদমতলা গ্রামে কসাই হালিমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী ও ২ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।