ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দেয়াল টপকিয়ে গাঁজা দিতে যাওয়ায় ১ যুবককে গ্রেফতার করেছে কারাগারের কর্তৃপক্ষরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সদর উপজেলার উড়শিউড়ায় জেলা কারাগারে এ ঘটনাটি ঘটেছে।
গ্রেফতার যুবকের কাছ থেকে ১টি ছুরিও জ্বব্দ করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ ওই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ না দিলে সদর মডেল থানা পুলিশ তাকে অন্য ১ মাদক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছেন।
গ্রেফতার যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া গ্রামের মো: জাহাঙ্গীর হাজারির ছেলে সুমন হাজারী (২২)। মাদক মামলায় আদালতের মাধ্যমে শনিবার (৩০ ডিসেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কারা তত্ত্বাবধায়ক মো: শহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ওই যুবক জেলখানার প্রাচীর টপকিয়ে মাদক (গাঁজা) নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন জেলখানার সিসি ক্যামেরায় সে ধরা পড়ে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সুমনের কাছ থেকে ১টি চাকু ও কয়েক পুরিয়া গাঁজা জ্বব্দ করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসাইন বলেন, আটককৃত ওই যুবকের কাছে কয়েক পুরিয়া গাঁজা পাওয়া গেছে। তবে কারা কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। তাই ওই যুবককে অন্য ১ মাদক মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ হয়।