ভোলায় পারিবারিক শত্রুতার কারনে মো: আয়ুব আলী টুলু (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯ টায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারের সাথে ভাঙা ব্রিজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামের মো: রহমানের ছেলে মো: আয়ুব আলী টুলু। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা বলেন, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা দিনমজুর আয়ুব আলীর স্ত্রীর সাথে প্রতিবেশী ফারুকের স্ত্রীর কিছু কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার (২৫ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের জনতা বাজারের সাথে ভাঙা ব্রিজের কাছে ফারুক আয়ুব আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। এতে ঘটনাস্থলেই মো: আয়ুব আলীর মৃত্যু হয়।
ভোলায় পারিবারিক দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির বলেন, এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।