ময়মনসিংহের ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৭ মে) সকালে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এআর ফিলিং স্টেশনের পূর্ব পাশ থেকে তাদের আটক ও চিনিগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ ভালুকা মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করে।
জানা গেছে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে ৪০০ বস্তা ভারতীয় চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গাজীপুরের মাওনা নিয়ে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন হতে একটি কাভার্ডভ্যান ভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ সময় গাড়িচালক আবিদ হোসেন (২৩), ও হেলপার আল আমিনকে আটক করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহের ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটকের বিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাসান উদ দৌলাহ জানান, এ ঘটনায় ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।