মেহেরপুরের সদরে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ পড়তে উঠনে স্ত্রী সালেহা খাতুন। এসময় কোনো এক বিষয়ে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে স্ত্রীকে কোপ মারেন এলাহি বক্স। এতে সালেহা খাতুন পড়ে গিয়ে চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাকে গুরতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় সালেহা খাতুনকে ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মেহেরপুরের সদরে কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যা বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত এলাহি বক্সকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।