যশোরের চিহ্নিত ৪ কিশোর সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল এবং বোমা তৈরি সরঞ্জামসহ বেশ কয়েকেটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) গভীর রাতে যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার (১৭ মার্চ) সকালে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: জুয়েল ইমরান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যশোর শহরের চিহ্নিত কিশোর সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে আলোচিত কিশোর সন্ত্রাসী মো: আলী রাজ বিশ্বাস ওরফে হিটলার রাজ, মো: আমজাদ হোসেন আকাশ, মো: হৃদয় হোসেন আকাশ এবং আল আমিনকে আটক করা হয়।
তবে তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন কৌশরে পালিয়ে যায়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৬টি ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, ৩টি চাইনিজ কুড়াল, ৩টি গাছি দা, ২টি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।
যশোরের চিহ্নিত ৪ কিশোর সন্ত্রাসী আটকের বিষয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় আটককৃত ৪ জনসহ অজ্ঞাত আরও ৩ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের রবিবার আদালতে সোপর্দ করা হবে।