যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত ১টি গাড়িও জব্দ করা হয়। শুক্রবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার লাউজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজিব শেখ (২৬), জিলান শেখ (৫৫) ও মেহেদী হাসান (৩০)।
যশোরের ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহভাজন ১টি গাড়িতে তল্লাশী চালিয়ে বিদেশি পিস্তল, ৬ রাউণ্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ৩ জনকে গ্রেপ্তার করে গাড়িটিও জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।