যশোরে ৪ হাজার ২১০ পিস ইয়াবাসহ ফিরোজা খাতুন (২৮) নামের এক নারী কারাবারিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপশহর এলাকার এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, ফিরোজা খাতুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেফাতরকৃত ফিরোজা খাতুন যশোর শহরের রেলগেট এলাকার মৃত মো: ওয়াসিম গাজীর স্ত্রী।
যশোরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতারের বিষয়ে, র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মো: সাকিব হোসেন জানান, আজ দুপুরে যশোর উপশহর এলাকার এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিরোজা খাতুনকে ১টি কার্টনসহ গ্রেফতার করা হয়। এরপর কার্টনের মধ্যে অভিনব কৌশলে সাবানের বক্সে রাখা ৪ হাজার ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামি ফিরোজা স্বীকার করে তিনি দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসের পরিবহনের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট কিনে এনে বিক্রি করেন। ফিরোজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।