যশোরে ১টি পিস্তল ও ৩০টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাবের একটি দল। যশোর সদর ও শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব একটি দল অভিযান চালিয়ে একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান ও ৩০টি ককটেল বোমা উদ্ধার করেছে।
সোমবার (২০ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়। তবে এই অভিযানে কেউ গ্রেফতার হয়নি।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মো: সাকিব হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২০ নভেম্বর) গভীর রাতে যশোর শহরের চোপদারপাড়া, বেজপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি বাজারের ব্যাগ থেকে একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান ও ৯টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
সেই রাতে শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের একটি পুকুর পাড়ের ঝোপের মধ্য থেকে বালতি ভর্তি ২১টি ককটেল বোমা উদ্ধার করে র্যাবের অন্য একটি দল। উদ্ধার হওয়া এসব পিস্তল সাদৃশ্য এয়ারগান ও ককটেল বোমা বেনাপোল পোর্ট থানা ও যশোর কোতোয়ালি থানায় জমা রাখা হয়েছে। এ ব্যাপারে সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান র্যাব অধিনায়ক। এসব অভিযান চালিয়ে যশোরে ১টি পিস্তল ও ৩০টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব।