রংপুরে র্যাবের হাতে ২ ভূয়া র্যাব সদস্য আটক হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী দেশে নাশকতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা রকম কাজ করছে।
বৃধবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে কাউনিয়া থানাধীন বালাপারা ৫নং ইউনিয়নের চেয়ারম্যান র্যাব-১৩ কে জানান, নিজেদের র্যাব সদস্য হিসাবে পরিচয় দিয়ে ২ জন লোক কয়েকদিন ধরে তার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের কাছ থেকে টাকা আদায় করছে।
এমন অভিযোগ পেয়ে র্যাব-১৩ বুধবার রাতেই রংপুরের কাউনিয়া থানাধীন বালাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযুক্ত প্রতারকরা হলো, রংপুর জেলার কালিগঞ্জ থানার মো: আবু সাঈদ (৩৫) এবং অপরজন রংপুরের মো: সাজেদুল ইসলাম সৌরভ (৩২) নামের ২ ব্যক্তিকে র্যাব জ্যাকেট, ভূয়া র্যাব পরিচয়পত্র এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত নানা রকম জিনিসসহ আটক করা হয়।
আবু সাঈদ ও তার সহযোগী সাজেদুল সর্বশেষ বুধবার (০৩ জানুয়ারি) রংপুর জেলার কাউনিয়া থানাধীন বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: আনছার আলী (৫৪), মো: আমিরুল ইসলাম (৩৯) এবং মো: আমিরুল ইসলামের (৪৯) কাছ থেকে টাকা নিয়েছেন বলে জানা যায়।
রংপুরে র্যাবের হাতে ২ ভূয়া র্যাব সদস্য আটকের বিষয়ে র্যাব-১৩ এর উপ পরিচালক মেজর (এইচ এম) মো: ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু সাঈদ চাকুরীচ্যুত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভূয়া আইন-শৃঙ্খলা বাহিনীর ভূয়া র্যাব সদস্য ও গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাঁদা আদায় করে আসছিলো। তাদের ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীদের রংপুরের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।