রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন। রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার সংবাদ পেয়ে ২ ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা এইমাত্র বাসে আগুন লাগার খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরেকদিকে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো মোছা: নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন।
রেলপথ মন্ত্রণালয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩ টি বগিতে নাশকতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।