রাজধানীর চকবাজারে চোর চক্রের সদস্য মো: রাজীব হোসেন রানাকে প্রথমে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি রিভলবার ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, অস্ত্রটি সে কেরানীগঞ্জের ১টি বাসা থেকে চুরি করেছিলো।
এরপর পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রটির মালিক মো: শাহীনকে আটক করে। শাহীন অস্ত্র কারবারের সাথে জড়িত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আরও ৩টি অস্ত্র ও ২৯ রাউন্ড গুলির তথ্য। উদ্ধার করা হয় সেগুলোও।
ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের অতিরিক্ত উপ-কমিশনার মে: শফিকুর রহমান জানান, গত (২০ এপ্রিল) চোর চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যে আরেক সদস্য মো: রাজীব হোসেন রানাকে চকবাজার এলাকা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে অস্ত্র কারবারের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। ১ আসামিকে আটকের পর তার দেওয়া তথ্যে আরেক আসামিকে আটক করা হয়।
রাজধানীর চকবাজারে চোর চক্রের সদস্যদের আটকের বিষয়ে পুলিশ জানায়, আটক ৫ জনের মধ্যে রানা চোর চক্রের সদস্য এবং অপর ৪ জন শাহীন, পারভেজ নুর, আবুল হাসান সুজন ও মানিক চন্দ্র দাস অস্ত্র কারবারের সাথে জড়িত।
আবুল হাসান সুজনের কাছ থেকে ৭ দশমিক ৬৫ বোরের ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি, পারভেজ নুরের বাসা থেকে দশমিক ২২ বোরের ১টি রিভলবার ও ২২ রাউন্ড গুলি, মানিক চন্দ্র দাসের কাছ থেকে দশমিক ২২ বোরের ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিদেশে পলাতক আসামি মো: রশিদ মিয়ার কেরানীগঞ্জের কলাতিয়ায় নির্মাণাধীন বাড়ির ৭ তলার ছাদ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।