রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ৪টি হাসপাতালে দালালবিরোধী অভিযানে নেমে ৩৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অভিযানে নামে র্যাব-২ এর কয়েকটি দল। দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতারের কথা জানানো হয়।
রাজধানীর ৪টি হাসপাতালে অভিযানের বিষয়ে র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ সংবাদমাধ্যমকে জানান, সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
তারা সেখান থেকে রোগীদের ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিচ্ছে। শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে বিল বেশি করে কমিশন বাণিজ্য করছে এসব দালাল।
এই জন্যে, শেরেবাংলা নগর এলাকার পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদ্রোগ ইনস্টিটিউট এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়।
এর মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার সময় ১৭ জন, হৃদরোগ ইনস্টিটিউট থেকে ১২ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন এবং পঙ্গু হাসপাতাল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।