শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

লালমনি এক্সপ্রেস ট্রেনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

বিশেষ সংবাদ

লালমনি এক্সপ্রেস ট্রেনে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনটির অ্যাটেনডেন্ট মো: আক্কাস আলীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকালে ট্রেনটিতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনি এক্সপ্রেস ট্রেনে কিশোরীকে ধর্ষণের বিষয়ে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস আলী বলেন, ময়মনসিংহে যাওয়ার জন্য মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ওই কিশোরী ভুলবশত লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে।

পরবর্তীতে টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় অ্যাটেনডেন্ট আক্কাস আলী ওই কিশোরীকে তার কক্ষে নিয়ে যায়। পরে ট্রেনটি বুধবার সকালে গাইবান্ধা স্টেশনে আসলে কেবিন ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে সে। তখন মেয়েটির চিৎকার শুনে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এখনো মেয়েটির পরিবারের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ