বগুড়ার শেরপুরে চুরি হওয়া একটি চার্জার অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার মূল রহস্য উদঘাটন করে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো. মনির (২৯)
থানা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকাল ৭টায় অটোরিকশা চালক মো. আবু জাফর (২৫) প্রতিদিনের মতো ভাড়া নিয়ে বের হন। দুপুর ১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়ায় তার চার্জার অটোরিকশাটি রাস্তার পাশে রেখে একটি চাউল কলে যান। আধা ঘণ্টা পর ফিরে এসে দেখেন, তার নীল রঙের অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় ওই দিনই তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন।
অভিযানে চুরি হওয়া যানবাহন উদ্ধার ও আসামি গ্রেপ্তার মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই সারাফত জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ২৯ মার্চ ভোরে অভিযান চালায়। অভিযানে শেরুয়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে আসামি মো. মনির (২৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার আওতা থেকে চুরি যাওয়া চার্জার অটোরিকশাটি উদ্ধার করা হয়, যার পেছনে “তালুকদার ব্লেজার এন্ড পাঞ্জাবী হাউস” লেখা রয়েছে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “অটোরিকশা চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া যানবাহন উদ্ধার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।