বগুড়ার শেরপুরে পৃথক তিনটি অভিযানে পুলিশ ১০ জন ডাকাত ও ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত দেরটার দিকে শেরপুর থানার এসআই মোঃ ময়নুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা ঘাটপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রনবীরবালা এলাকার মোঃ সাগর ইসলাম ওরফে সজিব (৩৮), মোঃ শাহজাহান আলী ওরফে সাজু (৪০), গোপালপুর দক্ষিনপাড়া গ্রামের মোঃ ফরিদ শেখ (৩৫), মোঃ রানা মিয়া ওরফে হাড্ডি রানা (৫০)।
এসময় তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, মোটা রশি, সাদা কসটেপ, একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, লোহার রড ও লোহার তৈরি হাসুয়া উদ্ধার করা হয়।
অন্যদিকে পুলিশের ত্রিমুখী অভিযানের আরেকটি অভিযানে দিবাগত রাত দুইটার দিকে শেরপুর থানার এসআই মোঃ আমিরুল সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মহিপুর বুড়িতলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বড় ফুলবাড়ি এলাকার মোঃ ওমর ফারুক (২৩), ছোট ফুলবাড়ি এলাকার মোঃ জাকির আহম্মেদ ওরফে জনি (২১), মোঃ সামিউল (১৯), মেহেদী হাসান রব্বানী (২৩), আরফান আলীম (২৫), মহিপুর এলাকার মোঃ আঃ গফফার (৩০)। এসময় তাদের কাছ থেকে লোহার রড, দেশীয় তৈরি হাসুয়া ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
অন্যদিকে পুলিশের ত্রিমুখী অভিযানের আরেকটি অভিযানে রাত সোয়া বারোটার দিকে শেরপুর থানার এসআই মোঃ আমিরুল শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল শেরপুর পৌরসভার খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার জামিরতা এলাকার শ্রী মিলন কুমার সরকার (৩৫), শ্রী সুজন চক্রবর্তী (২৭), শ্রী জীবন কুমার সূত্রধর (৩৫), মোঃ আঃ রহিম (৩০), আশরাফুল ইসলাম (৩৩)। এসময় তাদের কাছ থেকে ৭৫০ মিঃ লিঃ দেশীয় তৈরি ব্র্যান্ডি মদ ও ৫০০ মিঃ লিঃ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “শেরপুর থানার পুলিশ বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক ও অপরাধ নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় পৃথক তিনটি মামলা (মামলা নং ০৮, ০৯ ও ১০) দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।