সুন্দরবনে অভিযান চালিয়ে মো: ইয়াসিন হাওলাদার নামের এক শিকারীকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। এসময় তার কাছ থেকে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শূকরের মাংস জব্দ করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) রাতে শরণখোলা উপজেলার রেঞ্জের চরখালী এলাকার বন থেকে ওই শিকারীকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরবনে হরিণ ও শূকরের মাংসসহ গ্রেপ্তারের বিষয়ে শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি এলাকার ১টি চোরা শিকারী দল চরখালীর গহিন বনে হরিণ শিকারে লিপ্ত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা জানতে পেরে অভিযান চালিয়ে চরদুয়ানি এলাকার শিকারি ইয়াসিনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারী দলের আরও ৪ সদস্য ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত শিকারির নৌকা তল্লাশি করে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শূকরের মাংস এবং ১ বস্তা ফাঁদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক শিকারিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।