তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলা আদালত ২০২৩ সালে হায়দরাবাদকে কাঁপানো অভিনেত্রী কুরুগান্তি অপ্সরা হত্যা মামলায় অভিযুক্ত পুরোহিত আইয়্যাগারি ভেঙ্কটা সাই কৃষ্ণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (২৭ মার্চ) আদালত এই রায় ঘোষণা করেন।
তদন্তে জানা যায়, সাই কৃষ্ণকে বিয়ে করার জন্য অপ্সরা চাপ দিচ্ছিলেন। কিন্তু অভিযুক্ত পুরোহিত আগেই বিবাহিত ছিলেন এবং নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে অপ্সরা তাকে বিয়ের জন্য চাপ দিলে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তাকে হত্যা করে। হত্যার পর দেহ একটি ম্যানহোলে ফেলে সেটি লাল মাটি ও সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়া হয়।
আদালত দোষী সাব্যস্ত করে ভেঙ্কটা সাই কৃষ্ণকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে, যার মধ্যে মৃতের পরিবারকে ৯ লাখ ৭৫ হাজার রুপি এবং আদালতকে ২৫ হাজার রুপি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তকারীরা কর্মকর্তা জানান, পুরোহিত সাই কৃষ্ণের প্রতারণার শিকার হন অভিনেত্রী অপ্সরা। তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীকে মিথ্যা আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে যখন অপ্সরা তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাকে চাপ দিতে থাকেন, তখন নির্মমভাবে তাকে হত্যা করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ড তেলেঙ্গানাজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং শেষ পর্যন্ত বিচারের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত হলো।