ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় ধাপের এই ক্যানসারের খবর তিনি নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।
পেটের ব্যথায় দীর্ঘদিন ভুগছিলেন দীপিকা। শেষপর্যন্ত হাসপাতালে গিয়ে পরীক্ষা করান তিনি। চিকিৎসকরা তার লিভারে টেনিস বলের মতো বড় একটি টিউমার খুঁজে পান। পরবর্তীতে জানা যায়, সেটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট টিউমার, অর্থাৎ এটি ক্যানসার।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে দীপিকা লেখেন, “গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। পেটের ব্যথার কারণে হাসপাতালে গিয়েছিলাম। সেখানেই ধরা পড়ে ক্যানসার। তবে আমি ইতিবাচক এবং সাহসী মন নিয়ে এর মোকাবিলা করব বলে প্রতিজ্ঞা করেছি।”
এই কঠিন সময়ে পরিবার তার পাশে আছে জানিয়ে তিনি আরও লেখেন, “ভক্তদের ভালোবাসা আমাদের পথ চলা অনেক সহজ করে তুলেছে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।”
‘সাসুরাল সিমর কা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী বর্তমানে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গেই রয়েছেন। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে তারা দীপিকার শারীরিক অবস্থার আপডেট দেন। জানানো হয়, তার জন্য যেটি অস্ত্রোপচার নির্ধারিত ছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে, কারণ জ্বর এখনও পুরোপুরি কমেনি।
দীপিকার এই খবরে শোকাহত ভক্তরা সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন। অনেকে তাকে ‘ফাইটার’ বলেও মন্তব্য করেছেন।