‘মা’-মাত্র একটি শব্দ। তবু এই একটি শব্দেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, নিঃস্বার্থ ভালোবাসা আর অশেষ আত্মত্যাগের গল্প। আজ (রোববার, ১১ মে) সেই মাকে সম্মান জানিয়ে সারাবিশ্বে পালিত হচ্ছে ‘বিশ্ব মা দিবস’।
মা দিবস প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয়। সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসেবে এই দিনটি উৎসর্গ করা হয় মায়েদের প্রতি।
এই বিশেষ দিনের সূচনা হয়েছিল ১৯০৮ সালে। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার আন্না জার্ভিস নামের এক নারী তার মায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো মা দিবস পালন করেন। পরে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র সরকার এটি সরকারিভাবে স্বীকৃতি দেয়, আর ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে দিনটির তাৎপর্য।
বিশ্ব মা দিবস শুধু একটি তারিখ নয়, বরং মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের এক বিশেষ উপলক্ষ। জীবনের ব্যস্ততায় যারা মায়ের পাশে নিয়মিত থাকতে পারেন না, তাদের জন্য এই দিনটি হতে পারে সময় করে নেওয়ার একটি উপলক্ষ।
আজ কেউ চাইলে মাকে দিতে পারেন একটি চিঠি, পছন্দের উপহার কিংবা একবেলা বিশেষ খাবার রান্না করে। আবার দূরে থাকলেও ফোনে কয়েক মিনিটের আন্তরিক কথাবার্তা—তাতেই হয়তো মা খুশি হয়ে যাবেন।
অনেকেই বলেন, মা’কে ভালোবাসার জন্য নির্দিষ্ট দিনের দরকার হয় না। সত্যি কথা। কিন্তু একটি দিন যদি আমাদের মনে করিয়ে দেয়—‘মা এখনও আছেন, তাঁর জন্য কিছু করা যায়’—তবেই তো এই দিনটির সার্থকতা।
আজ তাই শুধু নিজের মায়ের কথা নয়, পৃথিবীর প্রতিটি মায়ের জন্য কামনা করি—তারা যেন থাকেন সুখী, সুস্থ ও সম্মানিত।