হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি-সহ সকলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। সোমবার (২০ মে) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টিভিকে জানান, দুর্ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত রবিবার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে।
এসময় হেলিকপ্টারে ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান-সহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এই ভয়াবহ দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ সকলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।