ইরানে সরকারি নৈতিকতা আইন লঙ্ঘন ও হিজাব না পরায় রোয়া হেশমাতি (৩৩) নামের তরুণীকে ৭৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এছাড়াও শরিয়াহ আইন অনুযায়ী তরুণীকে ১২ মিলিয়ন ইরানি রিয়াল (২৮৬ মার্কিন ডলার) জরিমানাও করা করেছে দেশটি।
শনিবার (০৬ জানুয়ারি) ইরানের বিচার বিভাগ পরিচালিত সংবাদ মাধ্যম মিজান অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, রোয়া হেশমাতি একজন কুর্দি বংশোদ্ভূত তরুণী। তিনি ইরানে তেহরানের ব্যস্ততম উন্মুক্ত একটি জায়গায় নৈতিকতা আইন লঙ্ঘন করে অন্যদেরও একই কাজ করতে উৎসাহিত করেছেন।
এই তরুণীর আইনজীবী মাজিয়ার তাতাই জানান, গত বছরের এপ্রিল মাসে নিজের মাথায় স্কার্ফ না পরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করায় তাকে ১মবার আটক করা হয়েছিল।