গাজা উপত্যকায় আবারও ভয়াবহ আকারে তীব্র হয়েছে ইসরায়েলি সামরিক অভিযান। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় ইসরাইলের আকাশ ও স্থলপথে হামলা বেড়ে যাওয়ায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনি জনগণ।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) নতুন করে চালানো বিমান হামলায় গাজা শহরের তুফাহ এলাকায় তিনজন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সেই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেও অনেকেই রয়ে গেছেন—তাদের মতে, এখন গাজার কোথাও নিরাপদ নয়।
উত্তর গাজার আল-আহলি হাসপাতালের একটি অংশ ধ্বংস হয়ে গেছে ইসরাইলি হামলায়। এতে সেখানে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, হাসপাতালের ওপর হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
গাজা শহরের আকাশে ইসরাইলি ড্রোনগুলো খুব নিচু দিয়ে ঘোরাফেরা করছে, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়, যদিও আগে এটিকে ‘মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছিল ইসরাইল। এ হামলায় একজন নিহত হয়েছেন এবং আহতদের নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত থাকায় আশঙ্কা করা হচ্ছে, গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। ফিলিস্তিনিরা বলছেন, এই যুদ্ধ থামানোর কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না থাকায় তারা প্রতিনিয়ত জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।