উত্তর কোরিয়ায় জন্মহার কমে যাওয়ায় কাঁদলেন প্রেসিডেন্ট কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে আবেগ তাড়িত হতে দেখে গেছে তাকে। তিনি নারীদের অধিক সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন ওই অনুষ্ঠানে ।
কিম জং উনের কান্না করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এতে কিম জং এর মাথা নিচের দিকে থাকতে দেখা গেছে।
এ সময় তাকে খুব চিন্তিত দেখা যায়। সেই অনুষ্ঠানে আগতরা কিম জং এর এমন অবস্থা দেখে সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে ছিলেন।
গত রবিবার (০৫ ডিসেম্বর) মা’য়েদের এক অনুষ্ঠানে গিয়ে কিম জং বলেছেন, সন্তান লালন-পালন করা গৃহস্থলি কাজের একটি অংশ। মা’য়েদের উচিত আরও অধিক সন্তান নেওয়া।
ওই অনুষ্ঠানে কিম জং উন জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জনিয়েছেন। কিম জং জানান, বর্তমানে আমাকে রাষ্ট্রের বিভীন্ন কাজে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক কঠিন সময় পার করতে হচ্ছে। তবে আমি সব সময় মা’য়েদের ব্যাপারে চিন্তা করি।
জাতিসংঘের জনসংস্থা বিষয়ক সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের উত্তর কোরিয়ায় জন্মহার ১.৮ শতাংশ। যা গত কয়েক দশকের থেকে অনেক কম। তবে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর জন্মহার অনেক বেশি।