ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং দেশটির স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (২৫ জুলাই) সকালেই তিনি ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এসময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।
প্রেসিডেন্ট মুইজ্জু দায়িত্ব নেওয়ার পর এটিই মোদির প্রথম সফর মালদ্বীপে। দুই দিনের এ সফরে (২৫ ও ২৬ জুলাই) উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্বার্থ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মালদ্বীপের রাজধানী মালেতে বিকেলে আয়োজন করা হয়েছে আনুষ্ঠানিক সংবর্ধনার। রিপাবলিক স্কোয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে দুই দেশের পতাকা ও সাংস্কৃতিক উপস্থাপনাগুলোর মধ্য দিয়ে মোদিকে স্বাগত জানানো হয়।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি ভারতের অর্থায়নে পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর করতে একাধিক নতুন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, আলোচনায় নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পর্যটন, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
সংবর্ধনা শেষে মোদি ও প্রেসিডেন্ট মুইজ্জু রাষ্ট্রপতির কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।