ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে, গতকাল ১২ জন বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থীর ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। তারা একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করে। যাচাই করে দেখা যায় সেই আমন্ত্রণপত্রটি ভুয়া। পরে সেখান থেকেই তাদের আটক করা হয়।
এ বিষয়ে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশি কোনও ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তারা কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতে এই একাডেমির লোগো সম্বলিত পোশাক পরিধান করেছিলো।
এ ঘটনাকে ‘ন্যাকারজনক কাজ’ অভিহিত করে ওই বিবৃতিতে আরও বলা হয়, এটা কেবল মালয়েশিয়ান ফিশারিজ বিভাগের ভাবমূর্তীকে ক্ষুন্ন করেনি, এটি সরকারি প্রতিষ্ঠানের সততা ও বিশ্বাসযোগ্যতাকেও হুমকির মুখে ফেলেছে। দেশটির জনসাধারণকে নির্দিষ্ট স্বার্থে ফিশারিজ একাডেমির নামের অপব্যবহার থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে দেশটির ফিশারিজ একাডেমি।