টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। বুধবার (২৩ জানুয়ারি) আইসিসি এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে।
বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় সূর্যকুমারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন উগান্ডার আলপেশ রামজানি, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
বৈচিত্র্যময় সব শটে ২০২৩ সাল জুড়ে আলোচনায় ছিলেন সূর্যকুমার যাদব। ১৫৫.৯৫ স্ট্রাইক রেট এবং গড় ছিল ৪৮.৮৬। এমন পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সূর্যকুমার। ২০২৩ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের মিডল অর্ডারের ভরসা এই ক্রিকেটার। এই ফরম্যাটে ১৭ ইনিংসে তার সংগ্রহ ছিল ৭৩৩ রান।