ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (বিএইচউ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।
সোমবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রুহিয়া মাঠের আউটডোরে আয়োজিত এই মানবিক উদ্যোগে অংশ নেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক বিভাগের ২৪-২৫ শিক্ষা বছরের বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে অংশ নেন অন্তত অর্ধশতাধিক নেপালি ও বাংলাদেশি শিক্ষার্থী।
শোকসভা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে, এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী সজল সরকার বলেন, “ফুলের মতো কোমল প্রাণগুলো বাড়ি ফেরার অপেক্ষায় ছিল, যেমন আমরা থাকি বাড়ি ফেরার অপেক্ষায় আমরা আজ বা কাল ফিরতে পারবো কিন্তু তারা আর ফিরলো না। আমরা এখানে এসেছি আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে, তাদের আত্মা চিরশান্তি লাভ করুক।”
শোকসভায় আরও উপস্থিত ছিলেন, সুদীপ চন্দ্র হালদার ( পিএইচডি গবেষক ও সাহিত্যিক) শুভ সাহা, অনন্যা সরকার, বৃষ্টি সেন, অর্পিতা রায়, অভিজিৎ সাহা, চয়ন রায়, সঞ্জয় কুমার রায়, গৌতম রায়, পার্থ প্রতিম রায় প্রান্ত, ঈশ্বর গুপ্ত (নেপালি শিক্ষার্থী) আরফানুল হক সজন, ঋত্বিক দেবনাথ, অনিন্দ্য নারায়ন দে, আশিক অয়ন, রাসেল প্রধান, সজল কুমার সরকার, তন্ময় সেন তপু, রুদ্র মজুমদার, সমাপ্ত সরকার, জান্নাতুল মীম , ধৃতি রায় ও প্রমুখ।