তীর্থযাত্রী বহনকারী একটি চলন্ত বাসে আগুন লেগে ৬ নারীসহ ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। ৬০ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরপ্রদেশের মথুরা-বৃন্দাবন থেকে ফিরছিল। আগুন লাগার কারণ এখনও যান যায়নি।
শুক্রবার দেড়টার দিকে ভারতের হরিয়ানার নুহ জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (১৭ মে) রাতে হরিয়ানার নুহ জেলার কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবোঝাই একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতোটাই ভয়াবহ ছিল যে, কিছুক্ষণের মধ্যেই বাসটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
বাসের ভুক্তভোগীরা বলেন, শুক্রবার (১৭ মে) দিবগত রাত দেড়টার দিকে বাসের পেছনে ধোঁয়ার গন্ধ পান তারা। বাসিটির পিছনে একজন মোটরসাইকেল আরোহী অসছিলো বাসের পিছনে আগুন দেখতে পেয়ে চালককে সতর্ক করেন।
পরে বাসটিকে ওইভাবে জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন। পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। পরে পুলিশে খবর দেওয়া হলে দমকলের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।