পশ্চিমবঙ্গে তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেতা দেবকে আবার তলব করেছে আইন প্রয়োগকারী সংস্থা ইডি। আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) দিল্লিতে তলব করা হয়েছে তাকে। দেবকে ইডির তলবের ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলছে তৃণমূল।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি দেবের কথা ব্যক্তিগতভাবে বলতে পারি, দেব ও রকম ছেলে নয়। সে খুব ভালো মানুষ। বাকিটা দেব বলতে পারবে। এর থেকে বেশি কিছুই বলার নেই।
জানা গেছে, গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূলের সংসদ সদস্য দেবকে তলব করেছে ইডি। আর্থিক তছরূপ মামলায় দেবকে তলব করেছে তদন্তকারী সংস্থা। সমস্ত নথি নিয়ে তাকে দেখা করতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে দলের রাজ্য সাধারণ-সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানান, দেব যেহেতু বলেছে, বিজেপির সামনে কাভি ঝুঁকেগা নেহি। তিনি তৃণমূলেই থাকবেন। তাই তিনি প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন।
ইতিপূর্বে গরু পাচার মামলায় দেবকে তলব করেছিলো সিবিআই। তাকে দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবারও সংসদ সদস্য ও অভিনেতা হাজিরা দেবেন।