দিনভর নানা গুজবের পর অবশেষে মুখ খুললেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন, তিনি বেঁচে আছেন, ভালোই আছেন।
পোস্টে তিনি লিখেছেন, “তোরা আমাকে বারবার মেরে ফেলিস কেন গরিবেরা?” তার এই কথায় যেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে ব্যঙ্গ করলেন আলোচিত এই প্রবাসী বাংলাদেশি।
গতকাল রাত ১০টায় তার দেওয়া পোস্টে রাত ১২টা পর্যন্ত ২ লাখ ৪৬ হাজারের বেশি রিঅ্যাকশন, ২৩ হাজারের বেশি কমেন্ট ও ২৬ হাজারের বেশি শেয়ার হয়েছে।
২৪ জুলাই দুপুর থেকে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সেফুদা মারা গেছেন। অনেকে নিজেদের আইডি ও পেজে তাকে নিয়ে শোক পোস্ট দেন। তবে দ্রুতই কেউ কেউ এটিকে ‘গুজব’ বলে উল্লেখ করে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন।
অনেকেই লেখেন, এমন গুজব অতীতেও একাধিকবার ছড়িয়েছে। কেউ কেউ আবার প্রশ্ন তোলেন, যদি সত্যিই সেফুদা মারা যান, তবে তার পরিবারের পক্ষ থেকে কেন কিছু জানানো হয়নি?
গুজব ছড়ানোর পেছনে ভূমিকা রেখেছে তার ফেসবুকে অনুপস্থিতিও। কারণ, ৫ জুলাই ছিল তার সর্বশেষ পোস্ট। সেখানে তিনি লেখেন, “২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা।” এরপর আর কোনো পোস্ট ছিল না। এটাই গুজব ছড়ানোর একটি সুযোগ করে দেয়। তবে রাতে তিনি নিজেই পোস্ট দিয়ে সবকিছু পরিষ্কার করেন।
সেফাত উল্লাহ সেফুদা প্রথম আলোচনায় আসেন ২০২০ সালের দিকে। প্রবাস থেকে ফেসবুক লাইভে এসে তিনি অস্বাভাবিক ভাষা, অদ্ভুত পোশাক ও আচরণে ভাইরাল হয়ে যান।
কখনো হাতে মদের গ্লাস, কখনো মুখে অপ্রকৃতস্থ ভাষা, এসব নিয়েই ছিলেন নিয়মিত আলোচনায়। যদিও অনেকেই তাকে ট্রল হিসেবে দেখেন, কেউ কেউ আবার তার আচরণে উদ্বেগও প্রকাশ করেন।
এর আগেও বেশ কয়েকবার তার ‘মৃত্যুর গুজব’ ছড়িয়েছে। তবে প্রতিবারই সেফুদা নিজেই পোস্ট দিয়ে জানান তিনি সুস্থ্য আছেন।