পরীক্ষার খাতা দেড় মিনিট আগে নেওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা। নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে কলেজের ভর্তি পরীক্ষার খাতা নিয়ে নেওয়ায় দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে মামলা করেছে। প্রত্যেক পরিক্ষার্থী সরকারের কাছে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ওয়ান (১৫ হাজার ৪০০ মার্কিন ডলার) দাবি করেছেন। আগামী বছর ফের এই ভর্তি পরীক্ষা দিতে এই পরিমাণ অর্থ খরচ হবে তাদের। কমপক্ষে ৩৯ জন শিক্ষার্থী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ মামলা করেছেন।
শিক্ষার্থীরা বলেন, কোরিয়ান বিষয়ের ওপর তাদের ১ম পরীক্ষা ছিল। এ দিন রাজধানী সিউলের ১টি পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ঘণ্টা বেজেছিল। শিক্ষার্থীরা তাৎক্ষণিক সময় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল। তারপরও পরীক্ষক তাদের খাতা নিয়ে চলে যান। শিক্ষকরা পরের পরীক্ষা শুরুর আগেই নিজেদের ভুল শনাক্ত করেন।
শিক্ষার্থীরা জানিয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির সময় শিক্ষার্থীদের ওই দেড় মিনিট সময় দিয়েছে পরিক্ষক।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই দেড় মিনেট সময়ে তারা শুধু উত্তরপত্রে দাগ টানতে পেরেছেন। শিক্ষার্থীদের কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি।
বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়েছে, এ ঘটনায় শিক্ষার্থীরা এতটাই হতাশ হয়ে যায় যে, তারা বাকি পরীক্ষা গুলোতে মনোযোগ দিতে পারেনি। এমনকি কেউ কেউ হাল ছেড়ে বাড়ি চলে গেছেন।
শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেড় মিনিট আগে নেওয়ার বিষয়ে আইনজীবী কিম উ-সুক জানান, শিক্ষকদের এমন ভুলের কারণে শিক্ষার্থীদের বাকি পরীক্ষার ওপর বিরূপ প্রভাব পড়েছে। অথচ কর্তৃপক্ষ সেজন্য ক্ষমা চায়নি শিক্ষার্থীদের কাছে।
২০২১ সালের ভর্তি পরীক্ষায় ২ মিনিট আগে ঘণ্টা বাজানোর অভিযোগে মামলা করলে এই বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের ৭০ লক্ষ ওয়ান ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিউলের ১টি আদালত।