ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের বিভিন্ন শহরে প্রাণ হারিয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। নিহতদের মধ্যে রয়েছে দু’জন শিশু।
পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ বুধবার জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের কিছু পর ভারতের পক্ষ থেকে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আহতদের আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী সূত্র বলছে, এরই মধ্যে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে।
ঘটনার সূত্রপাত কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের ভয়াবহ হামলা থেকে। সেখানে পর্যটকসহ ২৬ জন প্রাণ হারান। এরপরই ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। দুই দেশের মধ্যে শুরু হয় তীব্র কূটনৈতিক টানাপোড়েন।
পরিস্থিতি সামাল দিতে ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও, দুই সপ্তাহ পার হতে না হতেই ভারত চালিয়ে দেয় এই হামলা। কূটনৈতিক উত্তেজনা এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিচ্ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের।