পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (০৭ মে) ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা লজ্জার।”
তিনি আরও বলেন, “আমরা যখন অফিসে ঢুকছিলাম, তখনই এই খবরটা পেলাম। আমার মনে হয়, ইতিহাস বলছে—মানুষ বুঝেছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা বহু বছর ধরে লড়াই করছে।”
এর আগের দিন মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
ভারতের এই সামরিক অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা শুধুমাত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা পাকিস্তানের সেনাবাহিনীর স্থাপনা ছিল না।
তবে পাকিস্তান এই দাবি মানছে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “কাপুরুষেরা নিজেদের আকাশসীমা থেকেই হামলা করেছে। তারা কখনো বেরোয়নি। তারা বেরিয়ে এলে আমরা জবাব দেব—তাও আরও বড় আকারে।”
তিনি বলেন, “এই হামলা শুধু বেসামরিক মানুষদের লক্ষ্য করে চালানো হয়েছে। এর জবাব আমরা দিতেই যাচ্ছি, এবং সেটা তাদের প্রত্যাশার চেয়েও জোরালো হবে।”
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা পদক্ষেপ নেওয়া শুরু করেছে।