সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের সদস্যরা। এই পরিস্থিতিতে রবিবার (০৮ ডিসেম্বর) প্রেসিডেন্ট বাশার-আল আসাদ তার ব্যক্তিগত উড়োজাহাজযোগে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশটির স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার-আল আসাদ দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমাতায় ছিল।
রবিবার (০৮ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এসব তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের গন্তব্য এখনও জানা যায়নি।
বিদ্রোহী গোষ্ঠীরা জানিয়েছেন, বিনা বাধায় দেশটির বিদ্রোহী গোষ্ঠীরা রাজধানী দামেস্কে প্রবেশ করেছেন। প্রেসিডেন্ট বাশার সরকারের সেনাবাহিনীর কাছ থেকে কোনও ধরনের প্রতিরোধের মুখে তাদেরকে পড়তে হয়নি।
বিদ্রোহীরা বলেছেন, আমরা সিরিয়ার সাধারণ জনগণকে একটি সুসংবাদ জানিয়ে স্বাধীনতা উদযাপনে মেতে উঠথতে চাই। প্রেসিডেন্ট বাশার-আল আসাদ যাদের কারাগারে বন্দি রখেছিল আমরা তাদের কারাগার থেকে মুক্ত করে দিয়েছি। আমরা রাজধানীর সেদনায়া কারাগারে অন্যায়ভাবে মানুষকে বন্দী রাখার এক কালো যুগের অবসান ঘোষণা করছি।
ইতোমধ্যে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল-জালালী জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করতে তিনি।