টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই স্পষ্টভাষী। প্রাক্তনদের নিয়েও তাঁর ভাবনার কথা প্রকাশে পিছপা হন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও শিরোনামে উঠে এলেন তিনি।
মুখ খুললেন প্রাক্তন প্রেমিক ও পরিচালক সৃজিত মুখার্জিকে নিযয়ে, তাও আবার তাঁর খাদ্যাভ্যাস ঘিরে!

একসময় সৃজিতের সঙ্গে প্রেমে ছিলেন স্বস্তিকা। সেই সম্পর্কের রঙ এখন মুছে গেছে, জায়গা করে নিয়েছে বন্ধুত্ব। তবে এই বন্ধুত্বের জায়গা থেকেই পরিচালককে একটি জোরালো পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

স্বস্তিকা বলেন, “সৃজিতের সঙ্গে এত জায়গায় দেখা হয়েছে—ইভেন্টে, ছবির প্রমোশনে, শ্যুটিংয়ে বা ব্যক্তিগতভাবে—কিন্তু কখনও দেখিনি একটা ফল খেতে, শাকসবজি তো দূরের কথা। এমনকী ডালও নয়! শুধু মাংস খেতেই দেখেছি। সেটাও আবার প্রয়োজনের চেয়েও বেশি!”
তাঁর অভিযোগ, সকালের নাশতা থেকে শুরু করে রাতের খাবার—তিন বেলাতেই সৃজিত মাংসই খান। এমন খাদ্যাভ্যাস যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে কথাই মনে করিয়ে দিয়েছেন স্বস্তিকা।

স্বস্তিকা আরও জানান, সৃজিতকে খুব একটা জল খেতেও দেখেননি তিনি। এত অনিয়মের ফলেই যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সেটা স্বাভাবিক বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর কথায়, “সৃজিত অসুস্থ না হলে বরং অবাক হতাম!”
প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তবে সুস্থ হয়ে ফিরে এসেই আবারও মাংসের ছবি শেয়ার করেছেন তিনি।