ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তারকা ফুটবলার করিম বেনজিমা। ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান সাবেক ফরাসি ফরোয়ার্ড করিম বেনজিমা। এ ঘটনার জের ধরে গত বছরের অক্টোবরে বেনজিমার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ফরাসি এই ফুটবলারের আইনজীবী হিউজ ভিগিয়ের ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে এই মানহানির মামলা করেছেন। এরপরে করিম বেনজিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, আমাদের সমস্ত প্রার্থনা গাজার নিরিহ মানুষদের জন্য, গাজায় সাধারণ জনগন বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশু কেউ রেহাই পাচ্ছে না। বেনজিমার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি বলেন, বেনজিমার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা রয়েছে।