বাংলাদেশে মুক্তির অনুমতি পেল মোশাররফ করিমের ‘হুব্বা’। আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘হুব্বা’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ছোট ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম।
সিনেমাটি একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও। এই ঘোষণা আগেই দিয়েছিল সিনেমাটির আমদানিকারক জাজ মাল্টিমিডিয়া। এবার তারা জানায়, বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি পেয়েছে হুব্বা সিনেমাটি।
ভারতের পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। হুগলি জেলার দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে শ্যামলের দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান।
বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন অভিনেতা মোশাররফ করিম। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আছেন ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্রাবণী দাস, পৌলমী বসু, সৌমিক হালদার প্রমুখ।