উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্কের মাঝে ঘটে গেল আরেকটি অস্বস্তিকর ঘটনা। শনিবার (২৬ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকের সামনে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়লেন এক পাকিস্তানি কূটনীতিক। বাধ্য হয়ে ফিরে যেতে হলো তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির একটি গাড়িতে করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকের সামনে পৌঁছান পাক কূটনীতিক। তবে নিরাপত্তাকর্মীরা সেখানেই তাকে আটকে দেন। গাড়ি থামিয়ে তিনি মোবাইল ফোনে কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।
এ ঘটনার পর এখনও ভারত কিংবা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত সরাসরি পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করেছে এবং পাল্টা কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকি।
পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যেও চলেছে কড়া বাক্যবাণ। এ অবস্থায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে, জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় দুই পাকিস্তানি নাগরিকসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। তবে পাকিস্তান বরাবরের মতো হামলার দায় অস্বীকার করে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
কূটনীতিকের মন্ত্রণালয়ে প্রবেশে বাধা দেওয়া এবং সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।