বিশ্বকাপজয়ী তারকা গেরসন ব্রাজিলের স্কোয়াড ডাস্টবিনে ফেলে দিয়েছেন। ব্রাজিলের সমর্থকদের জন্য গেরসনের নামটা বেশ পরিচিত। পেলের সাথে খেলে ১৯৭০-এর বিশ্বকাপও জিতেছিলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
অনেকের মতে, ১৯৭০-এর বিশ্বকাপে পেলের সমান ভূমিকা রেখেছিলেন গেরসন। সেই বিশ্বকাপজয়ী তারকা গেরসন এবার ক্ষুব্ধ হয়ে ব্রাজিলের স্কোয়াড ডাস্টবিনে ফেলে দিলেন।
ব্রাজিলের জন্য বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। বিশকাপ বাছাইপর্বের শেষ ২টি ম্যাচে ১টিতে জয়ের বিপরীতে ১টি ম্যাচে হেরেছে। নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারে তারা। এরকম হারের পর সমর্থকদের মতোই হতাশ হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার গেরসন।
ক্যামেরার সামনে ব্রাজিল দলটিকে নিয়ে কথা বলতে গিয়ে দলের ফর্মেশন নিয়ে বেশ কড়া সমালোচনা করেছেন গেরসন। সেই সাথে প্রকাশ্যেই বর্তমান স্কোয়াড লেখা কাগজ ডাস্টবিনে ফেলে দিয়েছেন।
তখন গেরসন জানান, ‘এই দায় শুধু খেলোয়াড়দের, আর কারও না। আর যে ফর্মেশনে আমরা ব্রাজিল দলকে প্যারাগুয়ের বিপক্ষে দেখেছি, আমি সেটা এখানে ছুঁড়ে মারবো। আমি আর এই দলটি নিয়ে কোনও পরোয়াই করি না।’
বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ব্রাজিল দলের বর্তমান সময়ের ফলাফলটা সবচেয়ে বাজে। ২০০৩-২০২২ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১টি ম্যাচ খেলে মাত্র ৫টি ম্যাচে হেরেছিলো ব্রাজিল দল। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ৮টি ম্যাচ খেলেই ৪টিতে হার। ২০২৬ এর বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে ৫ম স্থানে রয়েছে ব্রাজিল। আগামী অক্টোবরে চিলির বিপক্ষে নিজেদের ৯ম ম্যাচ খেলবে দলটি।